শুভঙ্কর দাস


শুভঙ্কর দাস

জন্ম: ৯ মে, ১৯৭৯

স্থান: বাসুদেবপুর,হলদিয়া, পূর্ব মেদিনীপুর

শিক্ষা: এম.এ (বঙ্গভাষা ও সাহিত্য) , বি. এড.

পেশা: শিক্ষকতা, হলদিয়া গভঃ স্পনঃ বিবেকানন্দ বিদ্যাভবন।

২০১৩ সালে আকাশবাণীতে কবিতা পাঠ। কবিতা-গল্প- সম্পাদিত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭ টি। সম্মান ও পুরস্কার: স্বপ্নখেয়া সৃজন সম্মান, শব্দসাঁকো সম্মান, কবিমন সৃজন সম্মান, হলদিয়া নজরুল আকাডেমির সম্মান, সুঋদ্ধি স্মারক সম্মান স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র ( সিমলা) থেকে সম্মানিত।

কবি যতীন্দ্রমোহন বাগচী রৌপ্য স্মারক সম্মান। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম (খঞ্জনচক কৃষ্ণগঙ্গা আশ্রম) থেকে সম্মাননা।


  • LOGIN