বিশ্বজিৎ মিত্র
বিশ্বজিৎ মিত্র, জন্ম-১৮.১২.১৯৫০, পিতা- বনমালি মিত্র, মাতা-জ্যোতির্ম্ময়ী মিত্র। জন্মস্থান-সু¨রবন। পেশা-গ্রন্থাগার কর্মী (অবসরপ্রাপ্ত) নেশা- কবিতা লেখা ও বই পড়া, নানা বিষয়ের বাছাই প্রবন্ধ পাঠ, ট্রেকিং, রবীন্দ্রসঙ্গীত শোনা ও নিজের মতো করে গাওয়া। সকলকেই ভালোবাসা। ভিড় নয়, একা থাকতে ভালোবাসি। প্রকাশিত বইপত্র-তালিকা ব্যক্তিগত প্রলাপের পাশেই দেওয়া আছে। আদর্শ- মুক্তমনা পান্থ-নীড়ের বাসি¨া। আশা- প্রকৃত মানুষের পৃথিবীর জয় সুনিশ্চিত। দৃঢ়তার সাথে বিশ্বাস করি।
Account
-
Hello User, login to access and manage your account.
More
Quick Cart