বিবর দত্ত


বিবর দত্ত, আন্দামানের দ্বীপবাণী, মেদিনীপুরের প্রভাতী, কৃষ্ণনগরের রূপসী, কাটোয়ার অজয়, দুর্গাপুরের অনন্যা, চ¨ননগরের আত্মজ, স্বরূপনগরের তবু, ব্যারাকপুরের তিয়াসা, বাগুইআটির এষা, সুদূর অদূরের বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকায় লিখতে লিখতে লেখক বিবর দত্ত চাঁদপাড়ার যমুনামতীতে চারটি উপন্যাস, অশোক নগরের গ্রাম বাঙলার খবর পত্রিকাতে তিনটি উপন্যাস লেখা শেষে দৈনিক প্রয়াগ পত্রিকায় ধারাবাহিক দুটি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও সিনেমা ফিচার লেখায় মাতোয়ারা। শেষে একে একে গ্রন্থ প্রকাশ সাহিত্যিক বিবর দত্তের লেখা জীবননামা। নিয়মিত লিখছেন রোহিণী পত্রিকাতে।


২০২১ সালে প্রকাশিত গল্প সংকলন নিঃসঙ্গতার অক্টোপাস। ২০২২ এ রোহিণী নন্দন থেকেই প্রকাশিত হয় অসমগ্র বিবর দত্ত। লেখার গভীরে মাঝে মধ্যে কলম থমকালেও ভাবনার অতলে ডুবে স্মৃতি সঞ্চারণে আত্মমগ্ন লেখক ৭০ দশক থেকে দৈনিক বসুমতী আবার যুগান্তর টাইমস বাংলা দৈনিক প্রতিবেদন সহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখার সুবাদে পেয়েছেন ২০০২ সালে সাহিত্যজগৎ, ২০০৩ সালে যমুনামতী, ২০০৮ সালে তিতুমীর ও মছল¨পুরের সমৃদ্ধি সাহা স্মৃতি পুরস্কার ও তিয়াসা সাহিত্য পুরস্কার।


  • LOGIN