বিমল সরকার
বিমল সরকার, জন্ম পূর্ব মেদিনীপুর, কোলাঘাটের ছাতিন্দা গ্রামে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের চাকরি থেকে অবসর গ্রহণের পর ২০০৭-০৮ সালে প্রায় ৬২ বছর বয়সে কবিতা রচনা দিয়ে তাঁর লেখক জীবনের হাতেখড়ি। তবে গদ্যরচনাতেই তিনি সিদ্ধহস্ত। তাঁর চারটি কাব্যগ্রন্থ বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। কবিতা রচনার সঙ্গে ছোটগল্প, নিবন্ধ, ব্যঙ্গরসাত্মক লেখার ফাঁকে তিনি বড় গ্রন্থ রচনায় হাত দেন। তারই ফলস্বরূপ তাঁর দুটি গল্পের বই চন্দ্রবোড়ার চুমু ও সৃষ্টিসুখের উল্লাসে এবং মহাকায় গ্রন্থ মহাভারতের মহাসাগরে (১ম, ২য়, ৩য় খন্ড) 'কমলিনী প্রকাশন বিভাগ' থেকে প্রকাশিত হয়েছে। বইগুলির পরিবেশক দে'জ পাবলিশিং, রোহিণী নন্দন থেকে প্রকাশিত শ্রীম-কথিত শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতের বর্ষানুক্রমিক অনুকৃতি পাঠক মহলে সমাদৃত হয়েছে। উপর্যুপরি পাঠ ও রচনার শ্রান্তি নিয়ে একা— তাঁর হাত থেকে আরও কিছু বৃহৎ গদ্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়। দীর্ঘ বীক্ষার স্মারক এই বুদ্ধ তথাগত বৌদ্ধ চর্চার পরিসরকে সমৃদ্ধ করবে আশা রাখি।
-
Hello User, login to access and manage your account.