বিকাশকলি পোল্যে
বিকাশকলি পোল্যে, জন্ম হাওড়া জেলার প্রত্যন্ত মাতাপাড়া গ্রামে। পিতা শ্রী সুকুমার পোল্যে। মাতা শ্রীমতী নির্মলা পোল্যে। পিতামহ স্বর্গীয় অনিলচন্দ্র পোল্যে মহাশয়ের কাছে শিক্ষায় হাতে খড়ি। উল্লেখযোগ্য গ্রন্থ ‘ছন্দে গড়া শারদ ছড়া’। ছোট গল্পের জন্যে পরপর দু’বছর ‘অধ্যাপিকা শান্তি সাহা স্মৃতি পুরস্কার’ (২০১৫,২০১৬ ) এ পুরßৃñত। এছাড়াও ২০১৯ সালে ‘লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান’ ও অন্যান্য সাহিত্য সম্মানে সম্মানিত। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পত্র পত্রিকায় ছড়া, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয় নিয়মিত। বর্তমানে লেখক কর্মসূত্রে কলকাতার বাসিন্দা।
Account
-
Hello User, login to access and manage your account.
More
Quick Cart