তাপস বৈদ্য


তাপস বৈদ্য, কবি, প্রাবন্ধিক, সাহিত্য সংগঠক তাপস বৈদ্য নিজে একজন সাদাসিদে নিপাট ভoলোক। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মনির্বাহের অবসরে সাহিত্য সংßৃñতি তাঁর একমাত্র অভ্যাস। কোলাঘাটে ছেলেবেলার পাঠ। হাওড়া দীনবন্ধু কলেজ থেকে রসায়নে সাম্মানিক এই মানুষটি পরবর্তীকালে হয়ে ওঠেন আণ্ডারগ্রাউণ্ড সাহিত্য আ¨োলনের অন্যতম পৃষ্ঠপোষক ও সৈনিক।


  • LOGIN