সুবিমল সরকার
সুবিমল সরকার, জন্ম ১৯৪১ সালের ৭ই আগষ্ট, পূর্ববঙ্গ অধুনা বাংলাদেশের চট্টগ্রামে। কলকাতায় চলে আসেন দেশভাগের পূর্বেই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক। সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ। ব্যাঙ্ক কর্মী হিসাবে অবসর নিয়েছেন। আজীবন যোগাযোগ রেখেছেন বহু ছোট পত্রিকার সঙ্গে। লিখেছেন গল্প কবিতা ইত্যাদি। প্রকাশিত বইয়ের সংখ্যা বাইশ। মূলত পড়তেই ভালোবাসেন, লিখতে নয়। ভালোবাসেন ছোটদের জন্যে লিখতে। নিজের লেখা প্রিয় বই ভূত যদি তোমাকে ধরে এবং আমি ও রবীন্দ্রনাথ। ছদ্মনামে লেখা আত্মজীবনী ছাইগুলো সব ভাঙা কুলোয় গ্রন্থেনিজেকে উন্মোচিত করেছেন। তৃপ্তি পেয়েছেন ছোটদের জন্যে রামকৃষ্ণের জীবনী লিখে। বিশ্বাস করেন ধর্ম হল নৈতিকতা এবং মানবতার উৎস। সৃষ্টিশীল সকল মানুষকে উৎসাহ দিতে আনন্দ পান সবচেয়ে বেশি।
Account
-
Hello User, login to access and manage your account.
More
Quick Cart