লেখিকা সুধা বসু


লেখিকা সুধা বসু, জন্ম কলকাতা, মানিকতলা ১৯৫১ খ্রিস্টাব্দে। বিজ্ঞানের ছাত্রী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং গ্রন্থজগৎ বা গ্রন্থাগার সম্বন্ধে জানবার প্রচেষ্টায় যাদবপুর বিশ্ববিদ্যালয় পাঠ সেরে Indian Association for the Cultivation of Science -এ কিছুদিন কাজ করার পর উচ্চ-বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে কোল ইন্ডিয়া লিমিটেড-এ ২৭ বছর কাজ করার পর অবসর গ্রহণ করেন। এরপর বিশ্বভ্রমণের পথ-প্রদর্শক হিসেবে সুযোগ পেয়ে প্রায় সমগ্র পৃথিবী একাধিক বার ঘুরে এসেছেন লেখিকা সুধা বসু। এমন করে এক সিংহদ্বার থেকে আর এক সিংহদ্বারে বারবার তার বিচরণ ঘটেছে।


  • LOGIN