সজল সেনগুপ্ত
সজল সেনগুপ্ত, জন্ম মুর্শিদাবাদ শহরে, ১৯৫৬ সালে। ছোটবেলায় দারিo্যরে সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা। ল জীবন শেষ করে শিক্ষকতা পেশা গ্রহণ এবং একই সAেগ লেখালেখির প্রতি গভীর মনোনিবেশ তাঁকে সম্পূর্ণ সমৃদ্ধ করেছে। সরল সাধাসিধে অনাড়ম্বর জীবন- যাপন তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। অনেক নামী পত্র- ™ত্রিকায় ছাপা গল্প প্রশংসা পেয়েছে। তাঁর সফল উপন্যাস ‘বারমহল অ¨রমহল’। গল্পের নানান কাহিনীর টানে এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়ানোর নেশা তাঁকে মাঝে মধ্যে অশান্ত করে তোলে। তবু তিনি চরিত্রের কাল্পনিকতায় আজও মগ্ন। গল্পকারের এই প্রকাশনা বস্তুনিষ্ঠ চর্চার দাবী করে।
Account
-
Hello User, login to access and manage your account.
More
Quick Cart