সাহানা মুখোপাধ্যায়


সাহানা মুখোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক ও চিন্তাবিদ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দু'টি বিষয়ের উপর (বাংলা ও তুলনামূলক ভাষাতত্ত্বে) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। চারবছর UGC Fellowship পেয়ে সংস্কৃত ব্যকরণের উপর কাজ করেছেন। সেসময় কলকাতার বাইরে ওরিয়েন্টাল কনফারেন্স ও অন্যান্য কনফারেন্সে তাঁর গবেষণার পেপার পাঠ করেছেন। সম্পাদনার কাজ করেছেন একাধিক সংস্থা ও পত্রিকায়। এছাড়া বাংলা দৈনিক 'সংবাদ প্রতিদিন', 'সকালবেলা' ও 'একদিন' পত্রিকার বিভাগীয় সম্পাদক ছিলেন।


  • LOGIN