রিনা ভাদুড়ি
রিনা ভাদুড়ি, বাংলার এক বিশিষ্ট শিক্ষাবিদ পরিবারে জন্ম। উচ্চশিক্ষা লাভ লোরেটো কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। আধুনিক ইতিহাসের ছাত্রী। চর্চা ও গবেষণার বিশেষ বিষয় ইসলামের ইতিহাস ও সংßৃñতি বিশেষ সময়কাল মধ্যযুগ। হাভার্ড ইউনিভার্সিটির মিডিল ইস্টার্ন স্টাডিজ সেন্টারে স্কলারশিপ ও ফুলরাইট গ্র্যান্ট নিয়ে গবেষণা এবং ইউ.জি.সি স্কলারশিপ নিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি। মধ্যযুগের ইতিহাস বিষয়ে পরিচিত গ্রন্থ (oত্বiত্থl Foন্দ্বত্থন্ঠion in ঞ্চত্রত্মiত্রডত্থl ঙ্কত্রngত্থl.ত্রিশ বছর যাবৎ কলকাতার একাধিক কলেজে অধ্যাপনা। গবেষণা, সম্পাদনার কাজ ও সমাজ সংßৃñতি বিষয়ে লেকালেখি অবৈতনিক পেশা। নারী ও সমাজ নিয়ে গ্রন্থমালা ‘স্মৃতি থেকে স্মৃতিকথা’-র সম্পাদক। বর্তমানে আশুতোষ মুখার্জী মেমোরিয়াল ইন্সটিটিউটের সম্পাদক ও ভারতীয় বিদ্যাভবনের পরিচালন সমিতির সদস্য। বিভিন্ন সামাজিক-সাংßৃñতিক সংগঠনের পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবনে বিবাহ অকাল প্রয়াত বিজ্ঞানী অধ্যাপক অমর ভাদুড়ী সঙ্গে। কন্যা ত্বিষা ও পুত্র কৌশিক বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার সঙ্গে যুক্ত। নেশা ভ্রমণ--- কাজে-অকাজে, একা বা পরিবারের সঙ্গে পৃথিবীর বহু পথে ঘোরা। সামাজিক দায়বদ্ধতার সঙ্গে প্রকৃতি সান্নিধ্য ও পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ।
-
Hello User, login to access and manage your account.