মধুমিতা বেতাল


মধুমিতা বেতাল, অন্তরে কবিতার ফল্গু আছে বলেই সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অক্ষর-স্বাক্ষর ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। বিষয় ও ভাবনার নতুনত্ব, বাক-নির্মিতি ও বাক-প্রতিমার আনকোরা প্রয়োগ, নিজস্ব শব্দ নির্মাণ ও পারোল তাঁর কবিতায় সবসময়ই ভিন্নমাত্রিক আগ্রহ গড়ে তোলে। সেই আগ্রহ থেকেই তাঁর চিন্তন, মনন, কল্পন ও দর্শন ভীষণরকমভাবে সত্যি হয়ে ওঠে। বাস্তব ও স্বপ্ন হেমলকের মতো অনিবার্য হয়ে ওঠে।


  • LOGIN