গৌতম মুখোপাধ্যায়


গৌতম মুখোপাধ্যায়, কৈশোরে েজলাস্তরে দাপিয়ে ফুটবল। েলফট আউট। নানান িকসিমের পুরস্কার। তারপর িকছু বুঝে ওঠার আগেই বুঝে িছলেন েয ঐ গত শতাব্দীর ছয় আর সাতের দশকের সন্ধিক্ষণ ফুটবল েখলার জন্য নয়; এ হলে, এ হবে, যা এতদিন হয়নি, েসই মুক্তির দশক েযখানে েস এখন েথকে েখলবে।


তা সে মাঠে প্রথমেই শুরু হলো েলখালিখি, জন্ম নিল ঋত্বিক পত্রিকা যা েমাটামুটি পরের পঁয়ত্রিশ বছর নিয়মিত/অনিয়মিত ছিল। এরই মধ্যে এসেছে বিশ্ববিদ্যালয়ের িডগ্রি; হয়েছে জীবন ও জীবিকার সাথে েগাপন অঁাতাত যা তত সুন্দর নয় আবার অসুন্দরও নয়, একপ্রকার সমঝোতা। তারপর একে একে প্রকাশিত ছাব্বিশ গ্রন্থ; আর সঙ্গে আছে অজস্র অগ্রন্থিত প্রবন্ধ, িনবন্ধ ও েছাটগল্প, উপন্যাস ও তার খসড়া।


ক্রমে অবসর এল জীবিকা ও লেখালেখি উভয় থেকেই। েলখার ইচ্ছে যদিও সম্পূর্ণ থামেনি, কিন্তু মাথা তুলেছে ছাপাছাপিতে প্রবল অনীহা।


তিনি মনে করেন আন্ডারগ্রাউন্ড সাহিত্য আন্দোলনের নক্ষত্র পুরুষ শ্রী রমেশচন্দ্র মুখোপাধ্যায় গত পঞ্চাশ বছর ধরে তঁার সমস্ত েলখােলখির উৎস।


তিনি শুধু শিল্প ও সাহিত্যের রস নয়, প্রতিদিনের রন্ধনশিল্পের রসনাবিলাসী বলেও দাবী করেন।


  • LOGIN