ড. নিলয়কুমার সাহা
ড. নিলয়কুমার সাহা, তিন দশক অধ্যাপনার পাশাপাশি যুক্ত আছেন ভারতীয় মেট্রো রেল, পঞ্জিকায় প্রকাশিত বিজ্ঞাপন এবং ভারতের প্রথম সাধারণ নির্বাচন বিষয়ক গবেষণায়। অন্যতম প্রাচীন ভারতীয় গণমাধ্যম বাংলা পঞ্জিকা-র কালজয়ী ভূমিকা জনমানসে প্রতিষ্ঠিত করতে অধ্যাপক সাহা দু'দশকেরও বেশী সময় নিরলস গবেষণায় যুক্ত ছিলেন। ভারতীয় জনজীবনে গণমাধ্যম বাংলা পঞ্জিকার অবদান আন্তর্জাতিক স্তরে পোঁছে দেবার পাশাপাশি পঞ্জিকা বিষয়ক একাধিক গবেষণা প্রকল্প সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ড. সাহাকে ২০১৪ সালে সিনিয়র একাডেমিক ফেলোশিপ প্রদান করে। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থঃ Performance Audit: A Case Study of Indian Metro Railway, Bengali Almanac: An Uncharted Area of Indian Mass Communication, বাংলা পঞ্জিকাঃ দুশো বছরের আলোয় গণজ্ঞাপন ও বিজ্ঞাপন, পঞ্জিকা বিজ্ঞাপনে বিস্মৃত বাংলা, বাংলা পঞ্জিকায় পুরোনো কলকাতা।
-
Hello User, login to access and manage your account.