অধ্যাপক কৃষ্ণ সরকার
অধ্যাপক কৃষ্ণ সরকার, জন্ম ১৯৮০ সালে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের অন্তর্গত আড়বান্দী ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডংক্ষিরা গ্রামের নিমতলা পাড়ায়। পিতা শ্রীরবীন্দ্রনাথ সরকার এবং মাতা শ্রীমতী ভারতী সরকার। ২০০১ সালে রানাঘাট কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ২০০৪ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ‘১৯৪০ এর দশক থেকে ২০০৭ পর্যন্ত নদীয়ার তাঁত শিল্পের আর্থ-সামাজিক চিত্র’ শিরোনামে এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে বহরমপুর গার্লস কলেজ ও বর্তমানে ভিক্টোরিয়া ইন্সটিটিউশন কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনারত।
Account
-
Hello User, login to access and manage your account.
More
Quick Cart